প্রায় দুই দশকের স্বপ্নপূরণ। মাত্র ৬ বছর বয়সে ক্রিকেট খেলতে শুরু করেন সরফরাজ খান। রাজকোটে বাবার সামনেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেই ৬২ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে। আউট হওয়ার পর কতটা হতাশ ছিলেন সরফরাজ, ধরা পড়েছে ক্যামেরায়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
৩১১তম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টেস্টে অভিষেক করেন সরফরাজ। ম্যাচের পর তিনি বলেন, "ভারতীয় জার্সিতে খেলা স্বপ্ন ছিল। প্রথমবার মাঠে নামার অনুভূতি। বাবার সামনে জাতীয় দলের টুপি পাওয়া অন্য অনুভূতি। মাত্র ৬ বছর বয়সে বাবার কাছে ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল। "
বৃহস্পতিবার মাঠে ছেলে সরফরাজকে জড়িয়ে কেঁদে ফেলেন বাবা নৌশাদ খান। সরফরাজ জানিয়েছেন, তিনি ড্রেসিংরুমে প্যাড পরে প্রায় ৪ ঘণ্টা বসে ছিলেন। প্রথম কয়েকটা বল নার্ভাস ছিলেন। কিন্তু পরে সেই ভয় কেটে যায়।