ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরের শুরুতেই টেস্টে অভিষেক হয়েছে সরফরাজ খানের। এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান হাঁকালেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই দুরন্ত শতরান করে ফেললেন মুম্বইয়ের এই তরুণ ব্যাটার। শুক্রবার ৭০ রান করে অপরাজিত ছিলেন সরফরাজ। শনিবার অর্থাৎ চতুর্থ দিন শতরান করলেন তিনি। ১১০ বলে ১৩টি চার আর ৩টি ছয় মেরে শতরান করেছেন এই ডানহাতি ব্যাটার।
শুক্রবার ম্যাচের তৃতীয় দিনের শেষ বলে আউট হয়ে যান বিরাট কোহলি। তিনি ৭০ রান করেছিলেন। বিরাট আর সরফরাজ মিলে ১৩৬ রানের জুটি গড়েন। কিন্তু বিরাট আউট হওয়ায় স্বাভাবিক ভাবে দায়িত্ব বেড়ে যায় সরফরাজের। শনিবার সেই দায়িত্ব নিপুণ ভাবে পালন করলেন সরফরাজ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নামেন সরফরাজ। বল তাঁর দিকে আসতেই কভারের দিকে ঠেলে দিয়েই দৌড় শুরু করেন সরফরাজ। হেলমেট খুলে ফেলেন তিনি, কারণ ততক্ষণে তাঁর আর বুঝতে বাকি নেই টেস্ট ক্রিকেটের প্রথম শতরান হাঁকিয়ে ফেলেছেন তিনি।
প্রথম ইনিংসে চাপের মুহূর্তে শূন্য রানে আউট হয়েছিলেন সরফরাজ। প্রশ্ন উঠে গিয়েছিল তাঁর কেরিয়ার নিয়ে। কিন্তু সুযোগ পেতেই নিজেকে প্রমাণ করলেন সরফরাজ। প্রবল চাপের মুখেও দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। তাঁর শতরান লড়াইয়ে ফেরায় ভারতকে।
ভারতের সপ্তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এর আগে চার নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অজিঙ্ক রাহানে ও ভিভি এস লক্ষ্মণ।
কয়েকদিন আগেই রঞ্জি ট্রফিতে শতরান হাঁকিয়েছেন সরফরাজ। এর আগেও দু'তিন মরশুমে একের পর এক বড় রানের ইনিংস খেলেছেন তিনি। কিন্তু ভারতীয় দলে জায়গা পাননি তিনি। কিন্তু জানুয়ারিতে তাঁর ভাগ্যবদল হয়।
সেই সময় ব্যক্তিগত কারণে বিরাট কোহলি ইংল্যান্ডের প্রথম দুটি টেস্ট খেলেননি। এছাড়াও হায়দরাবাদে প্রথম টেস্টে চোট পাওয়ার কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাডেজা। শুভমন গিল, শ্রেয়স আয়ারেরা রান পাচ্ছিলেন না। সেই সময় ভারতীয় দলে সুযোগ পান সরফরাজ।
দীর্ঘ উপেক্ষার পর টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন সরফরাজ খান। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার জন্য ভারতের টেস্ট ক্যাপ হাতে মিলেছিল সরফরাজের। ভারতের ৩১১ নম্বর টেস্ট ক্যাপ মিলেছিল সরফরাজের হাতে।
বড় ছেলে টেস্ট ক্যাপ নেওয়ার সময় বাবা নওশাদ খানের চোখে এসে গিয়েছিল জল। অভিষেক টেস্টই সবার নজর কেড়েছেন সরফরাজ। তবে, রবীন্দ্র জাদেজার ভুলে রানআউট হয়ে ফিরেছিলেন মারকুটে মুম্বইকর। ৬৬ বলে ৬২ রানে থেমেছিল সরফরাজের ব্যাটিং ঝড়।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি অর্ধশতক করার পরেও বাংলাদেশের বিরুদ্ধে একাদশে সুযোগ পাননি। দ্বিতীয় টেস্ট চলাকালীন তাঁকে রিলিজও করে দিয়েছিলো টিম ইন্ডিয়া। কিন্তু শুভমান গিল চোট পাওয়ার কারণে ফের ভাগ্য ফেরে সরফরাজের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পান।
এই সুযোগকে কাজে লাগিয়েই চিন্নাস্বামী স্টেডিয়ামে মাইলস্টোন স্পর্শ করলেন সরফরাজ। এদিন শতরান করে দুই হাত শূন্যে তুলে উদ্যাপনে মাতেন তিনি। এই তরুণ তুর্কির সাফল্যে খুশি নেটিজনরাও। খুশি উপচে পড়ছে ফেসবুক, টুইটারের মতো একাধিক সোশ্যাল মিডিয়ায়।