রাজকোটে অভিষেক করলেন সরফরাজ খান। সতীর্থদের মাঝে দাঁড়িয়ে অনিল কুম্বলের হাত থেকে টুপি নিলেন তিনি। আর ছেলের জাতীয় দলের অভিষেকের সাক্ষী থাকলেন বাবা ও মা।
টেস্ট অভিষেক হওয়ার টুপি পাওয়ার পরই বাবার কাছে যান সরফরাজ। ছেলেকে বুকে টেনে নেন নৌশাদ খান। এতবছরের অপেক্ষার পর জাতীয় দলে সুযোগ। আবেগপ্রবণ সরফরাজের গোটা পরিবার। টেস্ট ক্যাপে চুমুও খান তাঁর বাবা। চোখের জল বাঁধ মানেনি। এরপর মাকেও জড়িয়ে ধরেন সরফরাজ।
ইংল্যান্ড সিরিজে সুযোগ পেলেও প্রথম দুই টেস্টে দলের বাইরে ছিলেন সরফরাজ। রাজকোটে তৃতীয় টেস্টে সুযোগ পান চিনি। শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল বাদ পড়ায় প্রথম একাদশে আসেন তিনি।