সোমবারই ইঙ্গিত দেওয়া হয়েছিল। মঙ্গলবার তা সরকারি ভাবে ঘোষণা করা হল। বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বজয়ী মেয়েদের যুবদলকে বিরাট সংবর্ধনা দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টুইট করে একথা জানালেন বোর্ড সচিব জয় শাহ। শেফালিদের এই সংবর্ধনা অনুষ্ঠানে হাজির থাকবেন স্বয়ং ভারতীয় ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগেই হবে এই অনুষ্ঠান। ভারতের বিশ্বকাপ জয়ের পরেই ইনাম হিসাবে প্রতি ক্রিকেটারকে পাঁচ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে বিসিসিআই।
এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস তৈরি করে মঙ্গলবারই দেশে ফিরছে ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দরেই রিচা-শেফালিদের জন্য গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতের ক্রিকেটের ইতিহাসে যুবদের বিশ্বজয় অবশ্য নতুন কিছু নয়। মহম্মদ কাইফ যে ধারা তৈরি করেছিলেন শেফালি বর্মা সেই ধারাতেই নতুন সংযোজন। তবে এই বিশ্বকাপ জিতে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন হরিয়ানার এই ক্রিকেটার। দু জনেই আইসিসির প্রথম বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে নজির গড়লেন। আর দু জনেই জিতলেন দক্ষিণ আফ্রিকার মাটিতে।
ইতিমধ্যে বিশ্বকাপজয়ী তিন বঙ্গকন্যাকে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিচা-তিতাস এবং হৃষিতাকে পাঁচ লাখ টাকা করে দেবে রাজ্য।