পুরনো প্রজন্ম থেকে নবপ্রজন্ম। কিশোর কুমারের গানের সুরে কে না মজেন!?যুগের পর যুগ তাঁর কণ্ঠে মোহিত আপামর দেশবাসী। কিশোরের সুরেলা কণ্ঠে মজে সচিন তেন্ডুলকরও। কিশোর কুমারের জন্মবার্ষিকীতে তাঁর পছন্দের গান শেয়ার করলেন মাস্টার ব্লাস্টার।
টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন সচিন। জানালেন, তাঁর শোনা সেরা কিশোর কণ্ঠে গান 'আনেওয়ালা পল, যানেওয়ালা হ্যায়'। এই গান চালিয়ে সচিন সবার কাছে অনুরোধ করেন, কিশোরের গানগুলি যেন এভাবেই সবার কাছে ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিয়োতে সচিন বলেন, "আজ কিশোরদার জন্মদিনে এমন একটা গান চালাব, যা প্রত্যেকের মন জিতে নিয়েছে। গানের কথায় দম আছে। তার আগে বলতে চাই, কিশোরদার প্রিয় গানটি শেয়ার করুন।"