পাঁচ বারের চ্যাম্পিয়ন। গতবছর তারা শেষ করেছিলেন লাস্ট বয় হিসাবে। এবারও শুরুটা ভাল হল না। তাই আর বসে না থেকে সোজা রোহিতদের শিবিরে হাজির হলেন মাস্টার ব্লাস্টার। প্রায় দু বছর পর মুম্বই শিবিরে পা রাখলেন সচিন। দীর্ঘক্ষণ কথা বললেন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে। কোথায় ভুল, সেটাই ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কাজে লাগাতে বললেন তারুণ্য এবং অভিজ্ঞতা। ওয়াংখেড়েতে মুম্বইয়ের অনুশীলনে হাজির থেকে সচিন কথা বলেন মার্ক বাউচারদের সঙ্গেও।
আরসিবির কাছে হেরে এবারের আইপিএল শুরু করেছে মুম্বই। তারকা কম রয়েছে এমনটা নয়। কিন্তু তাঁরা প্রথম ম্যাচে রান পাননি। যা স্বীকার করেছেন এই দলে সদ্য ব্যাটিং কোচ হিসাবে যোগ দেওয়া কাইরন পোলার্ড। তিনি জানিয়েছেন, প্রথম ম্যাচে টপ অর্ডার কিছুই খেলতে পারেনি। তিলক ভার্মা ওই ম্যাচে ৮৪ রান না করলে মুম্বইয়ের কপালে আরও দুর্ভোগ ছিল বলেই মনে করেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার।
শুক্রবার ওয়াংখেড়ে ঘুরে সচিনের টিপস, নিজের শক্তি মতো ব্যাট করতে হবে। দলে যাঁর যা দায়িত্ব তা পূরণ করতে হবে। দরকারে একশোর বেশি উজার করতে হবে। কারণ, এইবার মুম্বইয়ের লক্ষ্য হেক্সা।