একজনের ব্যাটের দিকেই তাকিয়ে আছেন তিনি। রবিবার আমেদাবাদে আইপিএল ফাইনালের আগে সোশাল মিডিয়ায় নিজের পোস্টে এভাবেই শুভমন গিলের কথা উল্লেখ করলেন সচিন তেন্ডুলকর। সচিন জানিয়েছেন, একজন ব্যাটাসম্যান হিসাবে শুভমন চোখকে আরাম দেন। এই আইপিএলে শুভমনের প্রতিটি ইনিংস তাঁকে মুগ্ধ করেছে বলেও দাবি সচিনের। মূলত গত শুক্রবার, শুভমনের ব্যাটেই আইপিএল থেকে ছিটকে গিয়েছিল সচিনের মুম্বই।
এই আইপিএলে তিনটি শতরান করে এখন সবার উপরে শুভমন। সচিন লিখেছেন, ভারতীয় ক্রিকেটে অনেকদিন পর কোনও ব্যাটার এসেছেন যাঁর ব্যাট দেখতে বসলে বোর হতে হয় না। শুভমনের টেকনিকের প্রশংসা করেছেন সচিন। আর প্রশংসা করেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। অধিনায়ক পান্ডিয়া এখন অনেক পরিণত। আরও বড় মঞ্চে পান্ডিয়া দায়িত্ব সামলাতে পারবেন বলেও মনে করেন সচিন।
আমেদাবাদে ধোনিকে আলাদা করে শুভেচ্ছা দিয়েছেন তাঁর প্রিয় পাজি। সচিনের মতে, কেরিয়ারের সেরা সময়ের মধ্যে আছেন। পাঁচবার আইপিএলের জয়ের আগাম শুভেচ্ছা তাই মহেন্দ্র সিং ধোনিকে।