আইপিএলের উদ্বোধনেই রুতুরাজ গাইকোয়াড়ের দুরন্ত ইনিংস। ৫০ বলে ৯২ রান করলেন চেন্নাইয়ের এই ওপেনার। রেকর্ড গড়লেন মহম্মদ শামিও। আইপিএলে ১০০ উইকেটের মালিক হলেন গুজরাত টাইটান্সের এই বোলার। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন শামি। রুতুরাজের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করল চেন্নাই সুপার কিংস।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারেই ওপেনার ডেভন কনওয়েকে বোল্ড করেন শামি। রুতুরাজ ছাড়া ক্রিজে দাঁড়াতে পারেননি কোনও ক্রিকেটারই। ১৭ বলে ২৩ রান করে ফেরেন মইন আলি। ৭ রান করেন বেন স্টোকস। শিবম দুবেকরেন ১৯ রান। রায়াডু ১২ রানে ফেরেন। আলজ়ারি জোসেফ ও রশিদ খান ২টি করে উইকেট নেন।