হাতে আর কয়েক ঘণ্টা। তারপর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে মাঠে নামছে ভারত। চেন্নাইয়ে প্রথম টেস্টের আগে প্রস্ততি এখন তুঙ্গে। সেই প্রস্তুতিতেই দেখা গিয়েছে নিজের প্রিয় পুল শট খেলা থেকে বিরত রাখছেন রোহিত। উল্টে বেশি করে মন দিচ্ছেন রিভার্জ সুইপের দিকে। কারণ, এবার শক্তিশালী বোলিং লাইন-আপ নিয়ে ভারতে আসছে বাংলাদেশ। তাই প্রতিপক্ষের স্পিন বোলিং ভাঙতে এই কৌশল অধিনায়কের।
১৯ তারিখ থেকে শুরু হবে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট। প্রতিবারের মতো এবারও চিপকে তৈরি হয়েছে লাল মাটির পিচ। যে পিচে মনে করা হচ্ছে টেস্টের দ্বিতীয় দিনে থেকেই বল ঘুরবে। তাই টস জিতে প্রথমে ব্যাট করা হতে পারে ঠিক সিদ্ধান্ত। সাম্প্রতিক-অতীতে এই মাঠে প্রথমে ব্যাট করেই টেস্ট জিতেছিল ভারত।
এই পরিস্থিতিতে বাংলাদেশের স্পিন ভাঙতে নতুন ছক ভারতীয় ব্যাটারদের। গত কয়েকদিনের প্রস্তুতি শিবিরে দেখা গিয়েছে পেসারদের থেকে বেশি করে স্পিনদের ফেস করছেন বিরাট-রোহিতরা। পাকিস্তানকে হারানোর পিছনে বাংলাদেশি পেসারদের পাশাপাশি স্পিনারদের ভূমিকা ছিল। আর ঘরের মাঠে সেই স্পিনকে ভাঙতেই গুরু গম্ভীরের পাঠশালায় নিজেদের ঝালিয়ে নিলেন ভারতীয় ব্যাটাররা।