দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণায় চমক বিসিসিআইয়ের। T20 বিশ্বকাপ আগামী বছর। এই বিশ্বকাপের দিকেই লক্ষ্য রেখে হয়তো রোহিত শর্মার হাতে, হয়তো নেতৃত্ব তুলে দেওয়া হবে। দল নির্বাচনের পর দেখা যায়, রোহিত শুধুমাত্র টেস্ট টিমে আছেন। সেই দলকেই নেতৃত্ব দেবেন।
বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, রোহিতকে T20 দলের নেতৃত্ব দেওয়া নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রোহিত বর্তমানে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন। বিশ্বকাপের চার মাসের দীর্ঘ ধকলের পর একটু বিশ্রাম চাইছেন ভারত অধিনায়ক। ড্রেসিংরুমে রোহিতকে শ্রদ্ধা করেন সবাই। T20 বিশ্বকাপে চাইলে রোহিত নেতৃত্ব দিতেই পারেন। মনে করছেন বোর্ডের ওই কর্তা।
২০২২ সালে T20 বিশ্বকাপে হারের পর থেকেই সরে দাঁড়াতে চান রোহিত। এরপর লক্ষ্য ছিল ওয়ানডে বিশ্বকাপ। ঘরের মাঠে তীরে এসে তরী ডুবেছে। এই পরিস্থিতিতে রোহিত একটু বিশ্রাম নিয়ে ক্রিকেটে ফিরতে চাইছেন। এখনও T20 ক্রিকেট থেকে অবসর নেবেন কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেননি কিছু।