নেপাল কী বড়ই হালকা দল ? ক্যান্ডিয়ে এশিয়া কাপের ম্যাচে প্রথম কয়েক ওভারে ভারতীয় ফিল্ডিং দেখে তেমনই মনে হল। প্রথম ১০ ওভারের মধ্যে ক্যাচ ফেলার সুনামি তৈরি করলেন ভারতীয় ক্রিকেটাররা।
এরমধ্যে অধিনায়ক আছেন। ছিলেন প্রাক্তন অধিনায়কও। নেপালের বিরুদ্ধে রোহিত-বিরাটদের ক্যাচ ফেলার প্রদর্শনী দেখে অনেকেই অবাক।
তার মধ্যেই ভারতের বিরুদ্ধে ১০০ রান করে ফেলল নেপাল। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের টার্গেট কত ? এই টুর্নামেন্ট থেকে তাদের হারানোর কিছু নেই।
আরও পড়ুন : মেঘে ঢাকা ক্যান্ডিতে নেপালের বিরুদ্ধে বল করবে ভারত, বুমরার বদলে শামি
শিক্ষানবীশ হিসাবেই এবার প্রথম এশিয়া কাপ খেলছে নেপাল। তাতেও দুই ওপেনার প্রথম উইকেট ৬৫ রান তুলেছেন। হাফ সেঞ্চুরি করে উজ্জ্বল আসিফ শেখ।
ক্যান্ডিতে জাডেজার তিন উইকেটে খানিকটা চাপে আছে নেপাল। ভারতের বিরুদ্ধে তারা কত টার্গেট দেবে, সেটাই এখন দেখতে চান ভারতীয় ক্রিকেট প্রেমীরা।