শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। আর তার ঠিক কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের প্রশংসা করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বিশেষ করে ICC ODI ব়্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠে আসায় প্রশংসা করেছেন তিনি।
বিগত ম্যাচগুলিতে বেশ ভালো খেলেছে পাকিস্তান। শ্রীলঙ্কার আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের সব খেলোয়াড়কেই দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে। সেকারণেই পাকিস্তানের প্রশংসা রোহিত শর্মার মুখে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে রোহিত বলেন, ভারতকে বেশ ভালো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে পাকিস্তান। তারা কঠোর পরিশ্রম করে এক নম্বরে উঠে এসেছে। তিনি মনে করেন, প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। এবং এশিয়া কাপের প্রতিটি দলই অত্যন্ত শক্তিশালী। একে অপরকে হারাতেই পারে বলে মত তাঁর।
শনিবার এশিয়াকাপে ১৪ তম ম্যাচ রয়েছে ভারত ও পাকিস্তানের। তার আগে ১৩ বার মুখোমুখি হয়েছে দুটি দল। ১৩ ম্যাচের মধ্য়ে ভারত জিতেছে ৭ বার এবং পাকিস্তান জিতেছে ৫ বার এবং একটি ম্যাচের ফলাফল হয়নি।