একটা শতরান তাঁর জীবনকে নতুন করে জুড়ে দিল। কটকে ৯০ বলে ১১৯ রানের পর এটাই উপলব্ধি ভারত অধিনায়ক রোহিত শর্মার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সিরিজ জয়ের সঙ্গেই বড় রান এল রোহিতের ব্যাটে। এটাই স্বস্তি।
বিতর্ক ছাড়া কটক হয় না। ওড়িশার এই মাঠে খেলা হলে কিছু না কিছু ঘটনা ঘটে। ব্যতিক্রম হল না রবিবারও। আলো নিভে কিছুক্ষণের জন্য থমকে রইল ক্রিকেট। তাতে অবশ্য রো-হিটকে থামিয়ে রাখা যায়নি। মনে হচ্ছিল, রান ক্ষুধায় জর্জরিত অধিনায়কের ব্যাট। আর ইংল্যান্ডকে সংহারই যেন আশু লক্ষ্য ছিল।
স্কোরবোর্ডে টার্গেট ছিল লম্বা। আর সেই রান তাড়া করতে নেমে ম্যাচটা সহজ করেদিলেন রোহিত। বহু সময় প্রাক্তনরা বলতেন, রোহিত যেদিন ব্যাট করবেন, সেদিন বাকিরা দেখবেন। আর সেটাই হল বরাবট্টি স্টেডিয়ামে। তাঁর ১৪২ মিনিটের ১১৯ রানের এনটারটেনমেন্ট সাজানো রইল ১২টি চার ও সাতটি ওভার বাউন্ডারিতে।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে স্বস্তি-অস্বস্তি ভারতীয় শিবিরে। স্বস্তি অধিনায়কের বড় রানে ফেরা, টপ অর্ডারের রানে থাকা, স্পিন অ্যাটাক আরও মজবুত হওয়া। অস্বস্তি একটাই, বিরাটের রানে না ফেরা। যা বড় চাপ গৌতম গম্ভীরের কাছে।