রাজকোটে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল। ৪৩৪ রানে জিতেছে ভারত। রাজকীয় এই জয়ের পরেই পোস্ট করলেন দলের অধিনায়ক রোহিত শর্মা। দিলেন বার্তা।
কী বার্তা দিলেন রোহিত?
ইন্সটাগ্রাম স্টোরিতে যশস্বী-সরফরাজ এবং ধ্রুব জুরেলের করা দুর্দান্ত রান আউটের ছবি পোস্ট করেছেন রোহিত। ক্যাপশনে লিখেছেন, 'ইয়ে আজকালকে বচ্চে…'। অর্থাৎ বুঝিয়ে দিলেন কম অভিজ্ঞতা রয়েছে তবুও আমাদের আজকার কার বাচ্ছারাই ইংল্যান্ডের জন্য যথেষ্ট।
টেস্ট ম্যাচের শুরু থেকেই দলে নেই বিরাট কোহলি। শ্রেয়শ আইয়ারেরও চোট। দুটি ম্যাচে মাঠে নামেননি লোকেশ রাহুল। কিন্তু যারা রয়েছেন তাঁরা সকলেই নিজের সেরাটা দিয়েছেন।