শুভমানের ব্যাটে ভর করেই প্লে-অফে ওঠে মুম্বই। কিন্তু ভাগ্যের কী খেলা। সেই শুভমানের সেঞ্চুরিতেই আইপিএল থেকে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু আইপিএল থেকে ছিটকে গিয়েও আক্ষেপ নেই রোহিত শর্মা। সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শুভমানের ব্যাটে এভাবেই বড় রান চাইছেন ভারত অধিনায়ক রোহিত।
ম্যাচ শেষে রোহিত শর্মা জানান, "শুভমান ছন্দে আছে। আশা করি ওর ছন্দ বজায় থাকবে। গুজরাতের এই জয়ের জন্য শুভমানকে শুভেচ্ছা।" মুম্বইকে পাঁচবার আইপিএল জেতালেও দেশের জার্সিতে আইসিসি ট্রফি জেতা হয়নি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের সুযোগ ভারতের কাছে। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। সেই কারণেই শুভমানের ছন্দে থাকার প্রার্থনা করছেন রোহিত।
এদিন গুজরাতের ২৩৩ রান তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে মুম্বই। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা বড় রান করলেও তা যথেষ্ট ছিল না। ম্যাচের পর রোহিত বলেন, "শুভমান ২০ ওভার ধরে ব্যাট করেছে। আমাদের দলে শুভমানের মতো ক্রিকেটার ছিল না বলেই পারিনি। এই উইকেটে রানতাড়া করা কঠিন ছিল না।"