জমে গেল এজবাস্টন টেস্ট। না মাঠে নয়, মাঠের বাইরে। বুধবার সন্ধ্য়ায় খবর রটে যায় ইংল্য়ান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গা দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। কিন্তু ভারতীয় সময় রাতে ইংল্যান্ড থেকে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের ঘোষণা, এই টেস্ট থেকে এখনও ছিটকে যাননি রোহিত। আজ বৃহস্পতিবার তাঁর ফের করোনা টেস্ট করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান ভারতীয় কোচ। একইসঙ্গে তিনি ক্ষুব্ধ নির্বাচন কমিক চেয়ারম্যান চেতন শর্মার উপরেও। মূলত চেতনের একটি মন্তব্য় ঘিরেই বিতর্কের সূত্রপাত। বুধবার চেতন দাবি করেছিলেন, রোহিতের দ্বিতীয়বার করোনা হয়েছে। তাই তাঁর জায়গায় পঞ্চম টেস্টে দলকে নেতৃত্ব দিতে পারেন বুমরা। কিন্তু রাতে চেতনের এই দাবি অবশ্য খারিজ করেছেন দ্রাবিড়।
বেশ বিরক্তি নিয়ে ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘আমাদের উচিত সরকারি খবরের জন্য অপেক্ষা করা। সেটাই মনে হয় ভাল। জানি না চেতন শর্মা (প্রধান নির্বাচক) এমন কিছু বলেছেন কি না। অনেক সময় বেশি উত্তেজনার কারণে এমন হয়। রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে আমরা আগে সংশ্লিষ্টদের বক্তব্য শুনি। তার পর পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হবে। তখন সরকারি ভাবে বিষয়টা জানানো যাবে।’’
রোহিত না খেললে নেতৃত্ব দেবেন বুমরা। সে ক্ষেত্রে বুমরা হবেন ভারতের ৩৬তম ক্রিকেটার, যিনি টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন। দ্রাবিড় আরও জানিয়েছেন, ‘‘দলের সকলেই এমনিতে ফিট রয়েছেন। অশ্বিনকে নিয়ে সামান্য চিন্তা ছিল। কারণ, ওঁর কিছু দিন আগেই কোভিড হয়েছিল। অনুশীলন ম্যাচে অবশ্য ভালই বল করেছেন। নেটেও স্বাভাবিক অনুশীলন করছেন। দ্রুত উন্নতি করেছেন অশ্বিন। আমাদের মেডিক্যাল টিম খুব খুশি। পাঁচ দিনের ম্যাচের ধকল নেওয়ার জন্য অশ্বিন সম্পূর্ণ তৈরি।’’