বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। এর মধ্যেই মজার কাণ্ড ঘটালেন অধিনায়ক রোহিত শর্মা।
কী করেছেন রোহিত?
৯৭ ওভারে বল করতে আসেন শামি। সেই সময় ব্যাট করছিলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স কেরি। সেই সময় তাঁর প্যাডে আছড়ে পড়ে বল। জোরাল অ্যাপিল করলেও তা নাকচ করেন আম্পায়ার। ঠিক পরের বলেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এবারেও একই রায় দেন আম্পায়ার।
আরও পড়ুন - ৪ উইকেট সিরাজের, দ্বিতীয় দিনই ৪৬৯ রানে অলআউট অস্ট্রেলিয়া, ব্যাট করতে নামল ভারত
তবে, অ্যাপিলের সময় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তেমন কোনও উৎসাহ লক্ষ্য করা যায়নি। কারণ মনে করা হচ্ছিল বল লেগস্ট্যাম্প পেরিয়ে যাবে। সেই সময় রিভিউ নেওয়ার মতো অঙ্গভঙ্গি করতে থাকেন রোহিত। সকলে হতবাক হয়ে ওঠেন আবেদনের সময়ে রোহিতের এহেন অঙ্গভঙ্গি দেখে। শেষ পর্যন্ত হেসে ফেলেন রোহিত। এমন রসিকতায় মাঠে থাকা সকলেও হেসে ওঠেন।