বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে কঠিন লড়াইয়ের পরেও হারতে হয়েছে ভারতকে। সূত্রের খবর, এর পরেই T20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার চিন্তাভাবনা করেছেন রোহিত শর্মা। BCCI এর একটি সূত্রকে উদ্ধৃত করে PTI জানিয়েছে, আসন্ন T20 বিশ্বকাপে নাও খেলতে পারেন তিনি। সেবিষয়ে ইতিমধ্যে নিজের ঘনিষ্ঠ মহলে আলোচনাও করেছেন রোহিত শর্মা। আগামী দিন শুধুমাত্র একদিনের ম্যাচ এবং টেস্ট ক্রিকেটেই নিজের সেরাটা দিতে চান।
২০২২ সালের T20 বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। তারপরেই একাধিক জল্পনা প্রকাশ্যে এসেছিল। অনেকেই বলেছিলেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা টি ২০ বিশ্বকাপ থেকে অবসর নিতে পারেন।
এখনও পর্যন্ত ১৪৮টি t20 ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। এবং তাঁর সংগ্রহে মোট রান ৩৮৫৩। অতীতে রোহিত শর্মার অবর্তমানে ভারতীয় t20 টিম সামলেছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছে।