আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাতে যে রোহিত শর্মাই ভারত অধিনায়ক, তা এখন থেকে নিশ্চিত করে বলতে পারছে না ভারতীয় বোর্ডের কর্তারা। মুম্বইয়ে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, হাতে এখনও সময় রয়েছে। তাই এখন থেকে এই ব্যাপারে ভাবতে তাঁরা রাজি নন।
যদিও বিশ্বকাপের পরেই বোর্ডের বৈঠকে অধিনায়ক হিসাবে তাঁর ভবিষ্যৎ কী, তা জানতে চেয়েছিলেন রোহিত শর্মা। যদি তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ভাবা হয়, তাহলে সেই ভাবে প্রস্তুতি নেবেন বলেও জানান রোহিত। কিন্তু বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, এই ব্যাপারে এখনই কিছু ভাবছে না বিসিসিআই। বরং আরও একটু প্রস্তুতি চান তাঁরা।
এদিকে, আফগানিস্তান সফরেই ফের মাঠে ফিরছেন হার্দিক পান্ডিয়া। ওয়াকিবহাল মহলের মতে, তাহলে কী, জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসাবে হার্দিকের উপরেই আস্থা দেখাতে চান বোর্ড কর্তারা ? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনই পাওয়া যাচ্ছে না। তবে, ইঙ্গিত একটা থাকছে।