ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের ম্যাচে ফিল্ডিং করতে মাঠে নামলেন না রোহিত শর্মা। পিঠে ব্যথার জন্য এদিন ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। তাঁর অনুপস্থিতিতে এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা।
আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। রোহিতের চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্স চাপে পড়তে পারে বলেই মনে করছেন অনেকে। কারণ দলের অধিনায়ক না থাকলেও মুম্বইয়ের সফলতম ওপেনার তিনি। যদিও রোহিতের চোট কতটা গুরুতর, তিনি আদৌ আইপিএল খেলতে পারবেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ভারতের পার্ফম্যান্স অনুযায়ী টেস্ট জেতা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ প্রথম ইনিংসে ৪৭৭ রান করেছে ভারত। ২৫৯ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে ইতিমধ্যেই চার উইকেট খুইয়েছে ইংল্যান্ড। আর আট উইকেট পেলেই ম্যাচ জিতবে এই ইন্ডিয়া।