টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। বর্তমানে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন তিনি।
কখনও তাঁকে দেখা যাচ্ছে সাগর পাড়ে। আবার কখনও তাঁকে দেখা যাচ্ছে বিমানবন্দরের। কখনও আবার তিনি নিজের প্রিয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন মুম্বইয়ের রাস্তায়।
ইতিমধ্যেই একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যার মধ্যে একটি ভিডিয়ো মন কেড়েছে রোহিতের অনুরাগীদের। যেখানে দেখা যাচ্ছে তাঁর নতুন বিলাসবহুল গাড়ি নিয়ে মুম্বইয়ের রাস্তায় বেরিয়েছেন তিনি।
বর্তমানে রোহিত শর্মার নামে বিপুল সম্পত্তি এবং নানা বিলাসবহুল গাড়ি রয়েছে, যার মূল্য কোটি টাকারও বেশি। যার মধ্যে একটি গাড়ি নিয়ে মুম্বইয়ে বেরিয়েছিলেন রোহিত। যে গাড়ির নম্বর প্লেটে রয়েছে বিশেষ চমক। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রোহিতের এই গাড়ির নম্বর এমএইচ ০১ ইকিউ ০২৬৪। শেষ তিনটি সংখ্যা দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। আসলে ২৬৪ এক দিনের ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস। সেই রানের নিরিখেই রোহিত নিজের এই গাড়ির নম্বর বেছে নিয়েছেন।
সালটা ছিল ২০১৪। ১৩ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ২৬৪ রান করেছিলেন রোহিত। ভারতীয় দলের অধিনায়কের নতুন গাড়ির নম্বরেও সেই ২৬৪ নম্বরটিই ক্রিকেটপ্রেমীদের আকৃষ্ট করেছে।