গত দু'বছর ধরে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এবার প্রাক্তন ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে T20 সিরিজ শুরু হওয়ার আগে তিনি জানান, ওকে নিয়ে আলোচনা বন্ধ হলেই ভালো।
এদিন ইডেনে সাংবাদিক বৈঠকে আসেন দলের অধিনায়ক রোহিত শর্মা। জানতে চাওয়া হয়, বিরাট মানসিকভাবে ভালো জায়গায় রয়েছেন কিনা! রোহিতের মতে, যদি এই বিষয়টি নিয়ে কথা কম বলা হয়, তাহলে সব কিছু ঠিক থাকবে। তিনি জানান, "বিরাট মানসিকভাবে খুবই ভালো জায়গায় রয়েছেন। এই টিমে এক দশকের বেশি সময় ধরে আছেন। এতদিন যদি কেউ থাকে, সে জানে কীভাবে কঠিন পরিস্থিতি সামলাতে হয়।" রোহিতের মতে, "যদি ওকে নিয়ে কয়েকদিন আলোচনা বন্ধ হয়, সব ঠিক হয়ে যাবে।"
আরও পড়ুন: আইপিএলে অবশেষে দল পেলেন ঋদ্ধি, গুজরাট টাইটানসে ভারতের উইকেটকিপার
T20 বিশ্বকাপের ওপেনিং ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রান করতে পারেননি রোহিত। সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। তখন রোহিতের পাশে দাঁড়িয়েছিলেন অধিনায়ক বিরাট। সাংবাদিক বৈঠকে রোহিতের প্রশংসা করেন তিনি।