T20 বিশ্বকাপে নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নতুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ভাঙলেন ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের একটি রেকর্ড। এদিন ৩৯ বলে ৫৩ রান করেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ৩টি ছয়। এই ছয় মেরেই একটি নতুন রেকর্ড গড়লেন হিটম্যান।
এতদিন পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ছয় মারার রেকর্ড ছিল যুবরাজ সিংয়ের। T20 বিশ্বকাপে ৩১ ম্যাচের ২৮টি ইনিংস খেলেন যুবরাজ। তাঁর নামের পাশে ৩৩টি ছয় মারার রেকর্ড ছিল। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারেই ছয় ছক্কা হাঁকান যুবি। বৃহস্পতিবার ৩৬টি ছয় মেরে সেই রেকর্ড ভাঙলেন হিটম্যান। তাঁর নামের পাশে এখন ৩৬টি ছয়ের রেকর্ড। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক।
আরও পড়ুন: বিশ্বকাপে ফের অঘটন, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারাল জিম্বাবোয়ে
বৃহস্পতিবার নেদারল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে দীর্ঘদিন পর রানে ফিরলেন রোহিত। তাঁর ইনিংসে বড় রান তুলে ফেলে ভারত। বিরাট কোহলির সঙ্গেও পার্টনারশিপ করেন রোহিত। বিরাটও এদিন হাফসেঞ্চুরি পান। ২৫ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যকুমার যাদব।