জাতীয় দলে জায়গা করে নিতে হলে ঘরোয়া টুর্নামেন্ট খেলতেই হবে একথা স্পষ্ট করেছে বিসিসিআই। সেই রীতি মেনেই এবার তারকাখচিত হতে চলেছে দলীপ ট্রফি। কারণ ঘরোয়া এই টুর্নামেন্টে মাঠে দেখা যেতে পারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সিরিজের আগে অনুষ্ঠিত হতে চলেছে দলীপ ট্রফি। এই ট্রফির জন্য ইন্ডিয়া-এ, ইন্ডিয়া-বি, ইন্ডিয়া-সি ও ইন্ডিয়া-ডি— এই চারটি দল নির্বাচন করা হবে। এক জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই দলে থাকবেন রোহিত-বিরাট। তবে, তাঁদের ঠিক কন ম্যাচে মাঠে দেখতে পাওয়া যাবে তা জানা যায়নি।
এই ঘরোয়া টুর্নামেন্টে এই দুই তারকা ক্রিকেটার ছাড়াও, শুভমন গিল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর পটেলের মতো জাতীয় দলের ক্রিকেটারদেরও খেলতে দেখা যাবে।
তবে, এই ঘরোয়া ক্রিকেট থেকে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ তাঁকে বেশি ধকল দিতে চাইছেন না নির্বাচকরা। কারণ আগামী চার মাস জুড়ে একের পর এক টেস্ট সিরিজ খেলবে ভারত। তাই এই পেসারকে বিশ্রাম দিতে চায় বোর্ড।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। এই ম্যাচে খেলতে দেখা যাবে জাতীয় দল থেকে বাদ পড়া শ্রেয়স আয়ার ও ঈশান কিশনকে। এর আগে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তাঁরা। তবে, বাকি কোনও সিরিজ না খেললেও শ্রীলঙ্কা সিরিজে দেখা গিয়েছিল শ্রেয়স আইয়ারকে।