সংশয় ছিল তাঁদের উপস্থিতি ঘিরে। কিন্তু তাঁরা এলেন, মাঠে নামলেন এবং নেটে জমিয়ে ব্যাট করলেন। ঘরের মাঠে বাঘেদের বিরুদ্ধে মাঠে নামার আগে চেন্নাইয়ে জমিয়ে প্রস্তুতি করল ভারতীয় ক্রিকেট দল। প্রথম দিনেই দলের সঙ্গে যোগ দিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এদিন লন্ডন থেকে সোজা চেন্নাই এসেছেন বিরাট। আর মুম্বই থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত। সংবাদ সংস্থার খবর, প্রথম দিনেই টানা ৪৫ মিনিট নেটে কাটিয়েছেন বিরাট। পূর্ণ শক্তিতে বল করতে দেখা গিয়েছে জসপ্রীত বুমরাকেও।
১৯ সেপ্টেম্বর চিপকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত। দু ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে উত্তরপ্রদেশের কানপুরে। রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে ফের টেস্ট ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া। কোচ হিসাবে শ্রীলঙ্কার মাটিতে অভিষেক হয়েছে গৌতম গম্ভীরের। এবার টেস্ট ম্যাচে তাঁর পরীক্ষা।
বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি শিবিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল এবং ব্যাটিং কোচ অভিষেক নায়ারও। সম্প্রতি অভিষেকের তত্ত্বাবধানে মুম্বইয়ে অনুশীলন করেছেন রোহিত। এই সিরিজে টেস্ট ম্যাচের পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটও খেলবে ভারত।