কানপুর টেস্ট থেকেও ফয়সালা চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাই চতুর্থ দিনের শেষে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে প্রতিপক্ষের দুটি উইকেট ছিনিয়ে নিলেন রবিচন্দ্রণ অশ্বিন। ফলে যা দাঁড়াল, তাতে গ্রিনপার্কে ভারতের প্রথম ইনিংসের থেকে এখনও ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ। ভারতের দরকার আট উইকেট।
প্রথম দিন ৩৫ ওভার খেলা হয়েছিল। তারপর চতুর্থ দিনে পুরো ম্যাচ হল উত্তরপ্রদেশের এই স্টেডিয়ামে। ২৭ বছর পর টেস্ট ক্রিকেটের আমেজ নিতে বসে টি-টোয়েন্টির ঝলক দেখলেন মাঠে থাকা দর্শকরা। বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংস নয় উইকেট ২৮৫ রানে সমাপ্তি ঘোষণা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
৫১ বলে ৭২ রান যশস্বীর। ৪৩ বলে ৬৮ রান করেন কেএল রাহুল। টেস্ট ক্রিকেটে ভারত রান তুলল ৮.২২ রান রেটে। বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট মেহেদি এবং সাকিবের। সাড়ে ৩৪ ওভারে কানপুরে ২৮৫ রান করে টিম ইন্ডিয়া। যা দেখে অবাক সুনীল গাভাসকরের মতো রক্ষণশীল প্রাক্তন ক্রিকেটাররাও।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য বিপর্যয়ের মধ্যে পড়তে হয় বাংলাদেশকে। ২৬ রানের মধ্যে দু উইকেট হারিয়ে এখন পঞ্চম দিনের অপেক্ষায় টাইগাররা। আর গ্রিনপার্কের মাঠে শেষ দিনে বাংলাদেশকে ১০০ রানের মধ্যে আটকে দিতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা।