ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি। একজন টেস্ট ক্রিকেটে ৫১টি সেঞ্চুরির মালিক। অন্যজন সদ্য মাস্টার ব্লাস্টার্সকে পেরিয়ে ওয়ানডে ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি করেছেন। তবে বিরাট কোহলি বা সচিনকে নিয়, পাকিস্তানের জুনেইদ খানের কাছে সেরা ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা।
জুনেইদের সঙ্গে বিরাটের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ক্রিকেটমহলে চর্চা আছে। বিরাটকে প্রশংসা না করে তাই সরাসরি রোহিতকেই বেছে নিলেন জুনেইদ। পাক ক্রিকেটারের মতে, সেরা ভারতীয় ব্যাটসম্যান রোহিত। তিনি জানান, রোহিতের হাতে সব ধরনের শট আছে।
শুধু তাই নয়, সচিনের প্রশংসা করে জুনেইদ জানিয়েছেন, এই যুগে সচিন ব্যাট করতে নামলে অনেক আগেই একশো সেঞ্চুরির মালিক হতেন সচিন। জুনেইদের দাবি, রোহিত ২৬৪ রান করেছেন একা। একাধিক ডাবল সেঞ্চুরি আছে। সবথেকে বেশি ছয়ের রেকর্ডও রোহিতের নামে, মনে করিয়ে দেন পাক তারকা।