বাজবল আবার কী বস্তু ? ধর্মশালা টেস্টের আগে এই প্রশ্ন করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের এই প্রশ্নকে এবার সমর্থন করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি। পঞ্চম টেস্টের মধ্যেই বিনির অভিযোগ, ইংল্যান্ড ডুবেছে তাদের অধিনায়ক বেন স্টোকসের জন্যই।
বিনির মতে, অতি আগ্রাসণ দেখাতে গিয়েই ভারতের মাটিতে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। ভারত সম্পর্কে স্টোকসের কোনও হোম-ওয়ার্ক ছিল না বলেও মনে করেন বিসিসিআই প্রেসিডেন্ট। পাশাপাশি ভারত অধিনায়ক রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।
সম্প্রতি সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিনির দাবি, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফল করবে ভারত। কারণ, আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া।