আশঙ্কাই সত্যি হতে চলেছে। ঘরের মাঠে বিশ্বকাপ খেলা হচ্ছে না ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের। কারণ, চিকিৎসকদের দাবি, আগামী বছরের আগে আর মাঠে ফেরা হবে না ভারতীয় উইকেট কিপারের। দিন কয়েকের মধ্যে ঋষভের আরও একটি অস্ত্রোপচার হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ঋষভের চিকিৎসক দীনেশ পরদিওয়াল। প্রথমে ডান পায়ের হাঁটু ও তার পরে ডান পায়ের গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছিল পন্থের।
মুম্বইয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ঋষভ। যদি তাঁর তৃতীয় অস্ত্রোপচার হয়, তাহলে একাধিক সিরিজে তাঁকে পাবে না ভারতীয় ক্রিকেট। এই সিরিজের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য ঘরের মাঠে বিশ্বকাপ এবং এশিয়া কাপ। ইতিমধ্যেই তাঁর আইপিএল খেলা হচ্ছে না বলেই জানিয়ে দিয়েছেন দিল্লির অন্যতম কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়।
চিকিৎসক দীনেশ পরদিওয়ালের দাবি, সুস্থ হলে মাঠে ফিরতে আরও বেশ কয়েকমাস সময় লাগবে পন্থের। তাই মনে করা হচ্ছে, আগামী বছরের আগে মাঠে ফিরতে পারবেন না ঋষভ।