বছর দুয়েকের মধ্যেই ফের ভারতীয় দলে ফিরবেন ঋষভ পন্থ। এমনটাই দাবি দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সোমবার তিনি জানিয়েছেন, এরমধ্যে তাঁর পন্থের সঙ্গে বার দুয়েক কথাও হয়েছে। আশা করছেন দ্রুত সুস্থ হবেন ঋষভ। সৌরভের দাবি, আগামী দু বছরের মধ্যে ভারতীয় দলে ফিরে আসবেন এই উইকেট-কিপার ব্যাটার। এই বছর আইপিএল খেলতে পারছেন না ঋষভ। সৌরভ জানিয়েছেন, এখনও সময় আছে। তবে পরিবর্তন খোঁজার কাজ চলছে।
দুর্ঘটনায় আহত ঋষভ অনেক আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে। চোটের জেরে অনিশ্চিত ডেভিড ওয়ার্নারও। ফলে মাঠে নামার আগে চাপে আছে সৌরভ-পন্টিং জুটি। এরমধ্যেই কলকাতায় চলছে দিল্লির ক্যাম্প। পৃথ্বী শ, চেতন সাকারিয়ার মতো ক্রিকেটাররা সৌরভের নেতৃত্বেই অনুশীলন করছেন।
তবে চোটের তালিকা বাড়ছে দিল্লি শিবিরে। সোমবার অনুশীলনে আহত হয়েছেন বাংলার উইকেট-কিপার ব্যাটার অভিষেক পোড়েল।