গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে বুধবারই মুম্বই উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদসংস্থার খবর, উন্নত চিকিৎসার জন্যই ঋষভকে দেরাদুন থেকে মুম্বই নিয়ে আসা হচ্ছে। দিল্লি ক্রিকেটের কর্তা শ্যাম শর্মা একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করেই পন্থকে উত্তরাখণ্ড থেকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে। গত সপ্তাহে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। তড়িঘড়ি তাঁকে দেরাদুনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। নিজেই গাড়ি চালিয়ে দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় রুরকির হমদপুর ঝলের কাছে গাড়ি দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছিলেন যে, মাথায়, পিঠে এবং পায়ে চোট লেগেছে ঋষভের। কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানকার চিকিৎসক সুশীল নগর জানিয়েছিলেন যে, পন্থের অবস্থা স্থিতিশীল। পরে তাঁকে দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শ্যাম শর্মা জানান,, ঋষভ পন্থকে বুধবারই মুম্বই নিয়ে যাওয়া হবে। বাকি চিকিৎসা হবে ওখানেই।
দুর্ঘটনা কী ভাবে ঘটে তা এখনও স্পষ্ট নয়। প্রথমে পন্থ জানিয়েছিলেন, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। পরে ভারতীয় উইকেটরক্ষক দাবি করেন, রাস্তায় গর্ত ছিল। সেই কারণে দুর্ঘটনা ঘটে। কোনটা ঠিক তা এখনও জানা যায়নি। সকলেই চাইছেন পন্থ আগে সুস্থ হয়ে উঠুক।