ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঋষভ পন্থ। ইন্সটাগ্রাম আপডেট করে সেকথা জানিয়েছেন ভারতের উইকেটরকক্ষক(Rishabh Pant Health Update)। তবে ঋষভ ইন্সটাগ্রাম আপডেট করলেও চিকিৎসকরা অন্যকথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, আপাতত হাসপাতাল থেকে ছাড়া পেলেও মাঠে ফিরতে ঢের দেরি পন্থের(Rishabh Pant Accident)। এখনও পুরোপুরি ফিট হতে অনেকটাই সময় নেবেন ভারতের এই ব্যাটার। কড়া নিয়মে রিহ্যাব চলার অন্তত ৬ মাস পর হয়তো ২২ গজে ফিরতে পারেন এই উইকেটকিপার-ব্যাটার।
বছরের শুরুতেই চিকিৎসকরা জানান, লিগামেন্টে অস্ত্রোপচারের পর পুরোপুরি ঠিক হতে ৪-৬ সপ্তাহ সময় লাগে। এরপর রিহ্যাব ও অন্যান্য পদ্ধতি চলবে। কাউন্সেলিং সেশনও করা হবে ঋষভ পন্থের(Rishabh Pant Surgery)। মাঠে ফেরার ৪ মাস আগে থেকে এই কাউন্সেলিং হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- World's brightest student: বিশ্বের উজ্জ্বলতম পড়ুয়াদের তালিকায় ভারতীয় বংশোদ্ভূত নাতাশা
গত ৩০ ডিসেম্বর, গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ(Rishabh Pant Car Accident)। এরপরই তাঁকে রুরকির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে আসা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। লিগামেন্টের জটিল অস্ত্রোপচার হয় ঋষভ পন্থের।