এখনই অস্ত্রোপচার প্রয়োজন আহত ঋষভ পন্থের(Rishabh Pant Health Update)। ফলে লিগামেন্টের চিকিৎসার জন্য তড়িঘড়ি তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় মুম্বই। ইতিমধ্যেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে(Mumbi Hospital) তাঁর চিকিৎসা শুরু হয়েছে। BCCI সূত্রে খবর এমনটাই।
চিকিৎসকদের মতে, রবীন্দ্র জাডেজার(Ravindra Jadeja) লিগামেন্টের চোটের সঙ্গে ঋষভ পন্থের চোটের মিল রয়েছে। ফলে অস্ত্রোপচারের দায়িত্ব পেয়েছেন ডাঃ দীনেশ পারদিওয়ালা। যাঁর উপরে ন্যস্ত ছিল জাডেজার চিকিৎসার ভার। শুধু তাই নয়, তিনি সরাসরি বোর্ডের(BCCI) সঙ্গে যুক্ত এবং ক্রিকেটারদের শারীরিক ফিটনেসের ব্যাপারেও যথেষ্ট ওয়াকিবহাল। অন্যদিকে, কোকিলাবেন হাসপাতাল(Rshabh Pant Health Update) সূত্রে খবর, নতুন করে পন্থের হাঁটু, লিগামেন্ট, মেরুদন্ড, পিঠের বাকি হাড় এবং মস্তিষ্কের MRI করা হবে।
ঋষভ পন্থের সব চিকিৎসাই বোর্ডের(BCCI on Rishabh Pant) নজরদারিতে হচ্ছে। আগামী দিনেও তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখবে বিসিসিআই। এমন কী তাঁর পরিবারের কথাও শোনা হচ্ছে না। কোন পদ্ধতিতে চিকিৎসা হবে, তাও ঠিক করে দিচ্ছে বোর্ডের মেডিকেল টিম(BCCI Medical Team)।