হাসপাতাল থেকে ঘরে ফিরতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। অস্ত্রোপচারের পর তাঁকে পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। আপাতত তাঁর বড় কোনও সার্জারি নেই। তাই আগামী ২ সপ্তাহ দেখে তাঁকে ডিসচার্জ (Discharge) করে দিতে পারে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, লিগামেন্টে অস্ত্রোপচারের পর তা পুরোপুরি ঠিক হতে ৪-৬ সপ্তাহ সময় লাগে। এরপর রিহ্যাব ও অন্যান্য পদ্ধতি চলবে। কাউন্সেলিং সেশনও করা হবে ঋষভ পন্থের। মাঠে ফেরার ৪ মাস আগে থেকে এই কাউন্সেলিং হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ১১ এর জায়গায় ১২ জন প্লেয়ার মাঠে, হকি বিশ্বকাপে ‘নিয়ম ভাঙল’ জাপান, তদন্তে ফেডারেশন
গত ৩০ ডিসেম্বর, গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। এরপরই তাঁকে রুরকির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে আসা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। লিগামেন্টের জটিল অস্ত্রোপচার হয় ঋষভ পন্থের। এবছরই ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। পন্থ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, তা নিশ্চিত নয়।