India vs Bangladesh: জোড়া সেঞ্চুরি শুভমান গিল ও ঋষভ পন্থের. ৫১৪ রানের লিড নিয়ে ডিক্লেয়ার ভারতের

Updated : Sep 21, 2024 14:07
|
Editorji News Desk

বাংলাদেশের বিরুদ্ধে মধ্যাহ্নভোজের আগেই বড় রানের লিড টিম ইন্ডিয়ার। মধ্যাহ্নভোজ শেষ হতেই জোড়া সেঞ্চুরি। টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি ঋষভ পন্থের। ১০৯ রান করে ফিরলেন উইকেট কিপার ব্যাটসম্যান। মধ্যাহ্নভোজের ৮২ রান করেন ঋষভ পন্থ। মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হতেই এক একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ১১ রান তুলে নেন। এরপরই সেঞ্চুরি পান তিনি। মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছুঁলেন পন্থ। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ৬টি সেঞ্চুরি আছে মাহিরও। পন্থ আউট হওয়ার পর সেঞ্চুরি পান শুভমান গিলও। টেস্ট ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি পেলেন শুভমান গিল। ঘরের মাঠে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। 

দ্বিতীয় দিনের শেষে তিন উইকেট হারিয়ে ৮১ রান তুলেছিল ভারত। মধ্যাহ্নভোজ পর্যন্ত বাংলাদেশ কোনও উইকেটই তুলতে পারেনি। ৫১ ওভারে ২০৫ রান তোলে ভারত। ৪৩২ রানের লিড নিয়ে নেন রোহিত ব্রিগেড। শনিবার সকালের সেশনে প্রধানত পেসাররা সাফল্য পান। কিন্তু চিপকের লাল মাটির পিচ সকাল থেকে দখল করলেন ভারতের দুই  তারকা শুভমান গিল ও ঋষভ পন্থ। রীতিমতো বাংলাদেশ বোলিংকে শাসন করলেন তাঁরা। মধ্যাহ্নভোজের পর রীতিমতো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে টিম ইন্ডিয়া। 

শুক্রবার দ্বিতীয় দিনে ম্যাচের দ্বিতীয় দিনে ৩৭৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। সেঞ্চুরি পান রবিচন্দ্রন অশ্বিন। ৮৬ রান করেন রবীন্দ্র জাদেজা। পাঁচ উইকেট পান বাংলাদেশের বোলার হাসান মাহমুদ। কিন্তু দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেই ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জসপ্রীত বুমরার আগুনে ডেলিভারিতে ফিরতে হয় বাংলাদেশের অধিকাংশ ব্যাটসম্যানকে। ২টি করে উইকেট পান মহম্মদ সিরাজ, আকাশদীপ সিং ও রবীন্দ্র জাদেজা। ব্যাট করতে নেমেই উইকেট হারায় ভারত। দ্বিতীয় ইনিংসে কম রানে ফেরেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা ও বিরাট কোহলি।

Rishabh Pant

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও