Rishabh Pant and MS Dhoni: পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশন ধোনির, পার্টিতে যোগ দিলেন ঋষভ পন্থ

Updated : Dec 26, 2023 11:09
|
Editorji News Desk

সোমবার গোটা বিশ্বজুড়ে পালিত হয়েছে বড়দিন। উদযাপনে মেতে উঠেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni)। দুবাইতে পরিবার পরিজনদের সঙ্গে তিনি এই বছর বড়দিন পালন করেছেন। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় দলের উইকেট কিপার এবং ব্যাটার  ঋষভ পন্থ (Rishabh Pant )। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

জিভা সিং ধোনির প্রোফাইল থেকে শেয়ার করা ওই ছবিতে দেখা যাচ্ছে, নিজের পরিবার এবং পারিবারিক বন্ধুদের সঙ্গে বড়দিন পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর পরনে লাল রঙের টিশার্ট এবং ব্ল্যাক জিন্স। তাঁর সামনেই দাঁড়িয়ে ছোট্ট জিভা। তাঁর পরনেও রয়েছে একটি লাল ড্রেস মাথায় সান্তা টুপি। 

আরও পড়ুন - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে বাধা বৃষ্টি ! খেলা আদৌ হবে তো ? চিন্তায় রোহিতরা

জিভার পাশেই রাখা রয়েছে সান্তা ক্লজের একটি বড় মূর্তি। জিভার পাশে দাঁড়িয়ে সাক্ষী ধোনি। তিনি একটি সাদা রঙের ফ্লোরাল প্রিন্টের ড্রেস পরে রয়েছেন। তাঁর ঠিক পাশে রয়েছেন ঋষভ। তাঁর পরনে লাল -কালো টি শার্ট এবং সাদা রঙের প্যান্ট আর মাথায় সান্তা টুপি। 

এই ছবিতে ধোনির পরিবারের বাকি সদস্যদেরও দেখা গেল ক্রিসমাস লুকে। বড় একটি ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে তোলা এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে 'মেরি ক্রিসমাস'।   

উল্লেখ্য, ঋষভ পন্তকে কয়েকদিন আগেই দুবাইতে  দেখা যায় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনির সঙ্গে টেনিস খেলতে। সকলে এখনও দুবাইতেই রয়েছেন। সেখানেই তাঁরা মেতে উঠেছেন ক্রিসমাস সেলিব্রেশনে। 

Rishabh Pant

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও