ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থকে(Rishabh Pant) আসন্ন টি-টোয়েন্টি সিরিজে(T20 Series) সহ-অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে এই সিরিজে রোহিত শর্মার(Rohit Sharma) ডেপুটির দায়িত্ব সামলাবেন এই তরুণ প্রতিভাবান উইকেটরক্ষক(Wicket Keeper)।
আগে টি-টোয়েন্টি সিরিজের(T20 Series) সহ-অধিনায়ক হিসেবে কেএল রাহুলের(KL Rahul) নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর তাঁর জায়গায় আনা হল ঋষভ পন্থকে(Rishabh Pant)।
এই প্রথমবার ঋষভ পন্থকে(Rishabh Pant) টিমের দায়িত্ব সামলানোর মতো বড় ভূমিকা দেওয়া হয়েছে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের(T20 Series) সবকটি ম্যাচই হবে ইডেন গার্ডেন্সে(Eden Gardens)।