প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই দুরন্ত ইনিংস রিঙ্কু সিংয়ের। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েই দুরন্ত ফর্মে জসপ্রিত বুমরাও। আয়ারল্যান্ডকে দ্বিতীয় T20 ম্যাচে ৩৩ রানে হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার।
প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে ভারত। ১৫২ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডেলর ইনিস। ভারতের হয়ে ৪৩ বলে ৫৮ রান করেন রুতুরাজ গাইকোয়াড়। সঞ্জু স্যামসন করেন ২৬ বলে ৪০ রান। রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে আসে ২১ বলে ৩৮ রানের ইনিংস। আয়ারল্যান্ডের হয়ে ৫১ বলে ৭২ রান করেন অ্যান্ড্রিউ বালবির্নি।
১৮৫ রানের লক্ষ্যমাত্রা দিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জ্বলে ওঠেন ভারতীয় বোলাররাও। অধিনায়ক বুমরা, প্রসিদ কৃষ্ণা, রবি বিষ্ণোইয়ের সামনে দাঁড়াতে পারেননি আইরিশ ব্যাটসম্যানরা।