KKR-এ গতবছরে সাফল্য এসেছে। এবার T20 ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চেও নিজের চেনা ছন্দে রিঙ্কু সিং। মহেন্দ্র সিং ধোনির জুতোয় পা গলিয়ে হয়ে উঠেছেন ফিনিশার। আফগানিস্তানের বিরুদ্ধেও ৯ বলে ১৬ রান করেছেন। ম্যাচের পর রিঙ্কু জানান, মহেন্দ্র সিং ধোনির একটি পরামর্শ মেনেই সাফল্য পাচ্ছেন তিনি।
গতবছর আইপিএল চলাকালীন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা হয় রিঙ্কুর। ধোনি জানান, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করলেই ভাল ফল পাওয়া সম্ভব।
রিঙ্কুকে মাঠে বাড়তি প্রতিক্রিয়া দেখাতেও নিষেধ করেন মাহি। রিঙ্কু আফগানিস্তান ম্যাচের পর জানিয়েছেন, মাহি তাঁকে পরামর্শ দেন, বোলারকে নিজের কাজ করতে দেবে। তারপর বল বুঝে শট। রিঙ্কুকে এমনই পরামর্শ দেন ধোনি।
আগামী T20 বিশ্বকাপে রিঙ্কু সিং থাকবেন কি টিমে! তা নিয়ে জোরালো দাবি উঠছে। দক্ষিণ আফ্রিকা সিরিজেও নিজের পারফরম্যন্স দেখিয়েছেন রিঙ্কু। এবার আফগানিস্তান সিরিজই বিশ্বকাপের আগে নিজের জায়গা মজবুত করার শেষ সুযোগ।