বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওভারে ভারতকে জিতিয়েছেন। শেষ বলটি নো বল হয়। সেই বলেই ছয় মারেন রিঙ্কু। কিন্তু এক রান বাকি থাকায়, তাঁর ছয়, রানের খাতায় যোগ হয়নি। ম্যাচের পর কী বললেন রিঙ্কু!
শন অ্যাবটের ওই ডেলিভারি নিয়ে ম্যাচের পর রিঙ্কু জানান, কিছু না ভেবেই হিট করেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে ভেবেছিলেন, ম্যাচ জিতে গিয়েছেন। পরে দেখা যায়, ওটা নো বল। তাই ওই ছয় তাঁর রানের পাশে যোগ হয়নি। তবে, তাঁর শটে ম্যাচ জিততে পেরেছে দেশ, এতেই খুশি রিঙ্কু। তিনি জানালেন, এর থেকে বেশি কিছু চাননি তিনি।
আগামী বছর T20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রিঙ্কুকে ধরে নিয়েই টিম করতে পারে ম্যানেজমেন্ট। তবে রিঙ্কু জানালেন, ভবিষ্যত নিয়ে তিনি ভাবতে চান না। বর্তমান নিয়ে ভাবতে ভালবাসেন। কোচ বা অধিনায়ের সঙ্গে কথা হয়নি। তবে সুযোগ আসলে ফের কাজে লাগাবেন। জানালেন, কেকেআরের গতবারের নায়ক রিঙ্কু সিং।