প্রথম T20 ম্যাচে দুরন্ত ব্যাটিং করে টিমকে জিতিয়েছিলেন। দ্বিতীয় T20 ম্যাচে ৯ বলে ৩১। দলের রান নিমেষে বাড়িয়ে দিলেন। সেই রানের পার্থক্য খেলার মেজাজ পাল্টে দিল। ভেঙে পড় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ। প্রতি ম্যাচে এই ছয় নম্বরে নেমে কীভাবে সাফল্য পাচ্ছেন রিঙ্কু সিং।
এদিন ম্যাচের শেষে রিঙ্কু সিংকে এই নিয়ে প্রশ্ন করা হয়। রিঙ্কুর সাফ জবাব, এই পজিশনেই তিনি ব্যাট করেন। অনেকদিন ধরেই খেলছেন। তাই ডেথ ওভারে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করতে সমস্যা হয় না তাঁর। বল পিচে কোথায় পড়ছে, দেখে শট নিলেই কাজটা সহজ হয়ে যায়।
আয়ারল্যান্ড সিরিজ ও এশিয়ান গেমসে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে এই পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকা খেলতে যাবে ভারত। এই ৫ ম্যাচ থেকেই নিজের জায়গা পাকা করে ফেলতে চাইছে রিঙ্কু। রিঙ্কু জানান, তাঁর কাজ ফিনিশ করে আসা। খুব বেশি হলে ৫-৬ ওভার। কখনও ২ ওভার। সেটাই কাজে লাগাতে হবে। এই সময় খেলার জন্য বিশেষ অনুশীলনও করেছেন বলে জানান রিঙ্কু।