KKR Rinku Singh: বাঁদরে কামড়েছে, ভয় পান ভূতে, হাতের ট্যাটুতে কী লেখা, পডকাস্টে জানালেন রিঙ্কু

Updated : Apr 28, 2024 18:52
|
Editorji News Desk

কেকেআরের বেগুনি জার্সি থেকেই স্বপ্নের সফর শুরু। আয়ারল্যান্ড সফরে জাতীয় দলের জার্সিতেও খেলতে নেমেছেন রিঙ্কু সিং। এখন T20 দলে ভারতীয় দলে প্রথম পছন্দ। সামনে T20 বিশ্বকাপ। কেকেআরের একটি পোডকাস্টে অনেক বিষয় নিয়েই খোলামেলা জবাব রিঙ্কুর। নিজের ট্যাটুর রহস্যও ফাঁস করলেন রিঙ্কু। জানালেন, ভূতেও ভয় পান তিনি। আর কীসে ভয় পান তিনি। রিঙ্কু জানিয়েছেন, তাঁর বাদরে ভয়। একটাই বাঁদর তাঁকে ৬ বার কামড়েছে।  

গত মরশুমে গুজরাত টাইটান্সের বোলার যশ দয়ালের ডেলিভারিতে পাঁচটি ছয় আসে রিঙ্কুর ব্যাটে। এরপর থেকেই লাইম লাইটে রিঙ্কু সিং। ৮০ লক্ষ টাকায় কেকেআরে যোগ দেন তিনি। রিঙ্কু কেকেআরের ইউটিউব পোডকাস্টে জানিয়েছেন, ওই টাকা তাঁর জীবনকে পাল্টে দিয়েছিল। এরপরই নিজের হাতে একটি ট্যাটু করান রিঙ্কু। কী লেখা আছে তাঁর ওই ট্যাটুতে! রিঙ্কু জানিয়েছেন, আইপিএল নিলামে ওই টাকা পাওয়ার পর তাঁর পরিবারের অনেক উপকার হয়। রিঙ্কু জানান, এরপরই তাঁর হাতে একটি গোলাপ, একটি শান্তির প্রতীক ও 'ফ্যামিলি' শব্দটি লিখে একটি ট্যাটু করেন।

সম্প্রতি বিরাট কোহলি তাঁকে ব্যাট উপহার দিয়েছিলেন। সেই ব্যাট ভেঙে যাওয়ায় ফের ব্যাট চাইতে যান রিঙ্কু। রিঙ্কু ও বিরাটের কথোপকথন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পোডকাস্টে সেই বিরাট কোহলির ব্যাটিং মিমিক্রিও করতে দেখা যায় রিঙ্কুকে। 

Rinku Singh

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও