২২ গজে নিজের জাত ইতিমধ্যেই চিনিয়ে দিয়েছেন KKR-এর তারকা রিঙ্কু সিং। আইপিএল ২০২৩-এ স্বপ্নের ফর্মে ছিলেন এই নাইট ব্যাটসম্যান। শেষ ম্যাচ পর্যন্ত নিজের সেরাটুকু দিয়ে লড়েছিলেন রিঙ্কু। এবার তিনি একেবারে অন্য মেজাজে। হটনেসেও যে তিনি যে কাউকে টেক্কা দিতে পারেন তা বুঝিয়ে দিলেন রিঙ্কু।
ছুটি পেতেই মালদ্বীপ উড়ে গেলেন রিঙ্কু। কেকেআরের সিক্সার কিং একেরপর এক ছবি শেয়ার করলেন সমুদ্র সৈকত থেকে। সুঠাম শরীরে পরনে শুধু বক্সার। তারকার ‘অ্যাবস’ রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের। ক্যাপশনে রিঙ্কু লিখলেন, ‘সাবধান, নেশা ধরানো কনটেন্ট।’