গত ম্যাচে আশা করা হয়েছিল ওয়ানডে ক্রিকেটে অভিষেক করবেন। অভিষেক হয় সাই সুদর্শনের। অভিষেকেই হাফসেঞ্চুরি করেছেন। এবার পালা রিঙ্কু সিংয়ের। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাঁকে দলে রাখলেন কে এল রাহুল।
আইপিএলের নিলাম চলাকালীন মাঠে নেমেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এদিন টসে জিতে ফিল্ডিং নিয়েছেন আইডেন মারক্রমরা। প্রথমেই উইকেট হারিয়েছে ভারত। ৪ রানে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড়।
কেকেআর টিমে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম করেন রিঙ্কু সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রিঙ্কু সিং ভাল খেলেছেন। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও T20 সিরিজে পারফর্ম করেছেন। এবার ওয়ানডে ক্রিকেটে পা রাখার পালা উত্তরপ্রদেশের রিঙ্কুর।