শুক্রবার টিম ইন্ডিয়াকে সিরিজ জেতানোর অন্যতম নায়ক রিঙ্কু সিং ও জিতেশ শর্মা। ম্যাচের পর দুই তারকার কথোপকথনের একটি ভিডিয়ো আপলোড করে বিসিসিআই। জিতেশ রিঙ্কুকে তাঁর ছয়ের গোপন রহস্য জানতে চান। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
জিতেশ প্রশ্ন করেন ১০০ মিটার ছয় কীভাবে আসে! রিঙ্কু পাল্টা জবাব দেন, তিনি জিম করেন। ভাল খাবার খান। ওজন তোলেন। তাতেই শক্তি আসে। মাঠে এত শান্ত থাকেন কী করে। এই নিয়েও জিতেশ প্রশ্ন করেন রিঙ্কুকে। কেকেআর তারকার জবাব, আইপিএলে তিনি ৫-৬ বছর খেলছেন। সেখান থেকেই তাঁর আত্মবিশ্বাস তৈরি হয়ে গিয়েছে।
শুক্রবারের ম্যাচে ৫৬ রানের বিষ্ফোরক পার্টনারশিপ করেছেন রিঙ্কু-জিতেশ। তাঁদের সৌজন্যেই ১৭৪ রান তোলে ভারত। রিঙ্কু সিং ২৯ বলে ৪৬ রান করেন। যার মধ্যে তাঁর একটি ছয় ১০০ মিটার ছাড়িয়ে গিয়েছে।