আইপিএলে (Ipl 2022) আজ গুরু-শিষ্য়ের ম্যাচ। গুরু মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আর শিষ্য ঋষভ পন্থ (Rishab Panth)। দিল্লি (Delhi Capital) বনাম চেন্নাই (Chennai Super Kings) ম্যাচে দুটি বিষয় দেখার। এক, চেন্নাইকে হারিয়ে প্লে-অফে দিল্লিকে নিজেদের ঠাই পেতে হবে। আর দুই, দিল্লিকে হারিয়ে ধোনিকে ফের চেন্নাই এক্সপ্রেসকে লাইনে আনতে হবে।
এই মরশুমের আইপিএলে আজ প্রথমবার মুখোমুখি হবে দুই দল। গত চারবারের চ্যাম্পিয়নরা এবার শুরু থেকে ধরাশায়ী। নেতৃত্ব বদল প্রভাব ফেলেছে চেন্নাই শিবিরে। ধোনির অক্সিজেনে একটি ম্যাচে জেগে উঠেছিলেন রুতুরাজ গায়কোয়াডরা। গত ম্যাচে আবার যে-কে সেই।
উল্টোদিকে ভাল-মন্দে মিশিয়ে এবার দিল্লি। ঋষভের দল জিতছে। আবার মাঝপথে ছন্দ হারাচ্ছে। যা চিন্তা রিকি পন্টিংয়ের কাছে। ১০ ম্যাচ ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে দিল্লি। প্লে-অফে উঠতে হলে আজ তাদের তাকিয়ে থাকতে হবে হায়দরাবাদ বনাম আরসিবি ম্যাচের ফলের দিকে।