মাঠে নামতে পারবেন না। কিন্তু দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং চাইছেন অন্তত ডাগ আউটে থাকুন পন্থ। এতে বাকিরা পন্থের অভাব অনুভব করবেন না বলেই মনে করেন তিনি।
যদিও এ বিষয়ে একেবারেই তাড়াহুড়ো করতে চাইছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি চান তরুণ এই উইকেটরক্ষক সম্পূর্ণ সুস্থ হয়ে তবেই মাঠে ফিরুক। এমনকি পন্থের সঙ্গে দেখা করতে চান বলেও জনিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
দুর্ঘটনার কারণে ২২ গজ থেকে দূরে রয়েছেন ঋষভ পন্থ। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য এখনও অনেক দিন বাকি। বাড়িতেই কাটছে তাঁর সময়। জাতীয় দলেরই প্লেয়ারকে উৎসাহ দিতে ইতিমধ্যেই তাঁর সঙ্গে দেখা করেছেন হরভাজন সিং, সুরেশ রায়না এবং শ্রীসন্থ।
আরও পড়ুন - চোটে কাবু রজত, আইপিএল শুরুর আগেই চিন্তায় আরসিবি
শনিবারেই পন্থের সঙ্গে তাঁর বাড়িতে আড্ডা মারেন তাঁরা। সকলকে পাশে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত পন্থ। নিজেই একটি ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন। দিন কয়েক আগে তাঁর সঙ্গে দেখা করেছেন যুবরাজ সিংও।