বেঙ্গালুরুতে যোগ দিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh)। অনূর্ধ্ব ১৯ T20 বিশ্বকাপে (U19 T20 World Cup) সম্প্রতি সাফল্য পেয়েছেন। সিনিয়র দলেও চুটিয়ে খেলেছেন। এবার বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন শিলিগুড়ির রিচা। নিলামে তাঁর দর উঠেছে ১ কোটি ৯০ লক্ষ টাকা। নিলামের টাকা কীভাবে খরচ করবেন, জানালেন, রিচা।
মুম্বই ও বেঙ্গালুরুর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রিচাকে কিনে নিয়েছে বেঙ্গালুরু। ডব্লিউপিএলে এই সাফল্যের পর রিচা জানান, বাবা-মা চাইতেন দেশের হয়ে খেলি। দেশকে নেতৃত্ব দিতে চান রিচা। নিলামে টাকা পাওয়ার পর তিনি জানান, কলকাতায় বাবা-মায়ের জন্য একটা ফ্ল্যাট কিনতে চান তিনি। যাতে তাঁরা জীবনটাকে উপভোগ করতে পারে।
আরও পড়ুন: লড়াইটা শুধুই ২২ গজে, ম্যাচের পর ড্রেসিং রুমে সেলফি ভারত ও পাকিস্তানের ক্রিকেটারের
মেয়েদের আইপিএলে দল পাওয়ায় খুশি রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। দলে সুযোগ পাওয়াতেই খুশি তিনি। তিনি জানান, মেয়েদের আইপিএল হচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। যারা ঘরোয়া ক্রিকেট খেলেছে, তাদের কাছে এটাই বড় পাওনা।