IPL 2025 : আইপিএলের মেগা নিলামের প্রস্তুতি, কোন ক্রিকেটারদের ধরে রাখবে কলকাতা?

Updated : Oct 02, 2024 19:11
|
Editorji News Desk

নভেম্বরেই শুরু হচ্ছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। ফলে ইতিমধ্যেই আগামী আইপিলের দল গঠন নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। রিটেনশনের নিয়ম অনুযায়ী, প্রত্যেক দলই কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, কাকে ছেড়ে দেওয়া হবে সেই পরিকল্পনা প্রায় সেরে ফেলেছে। পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। রিটেনশন এবং রাইট টু ম্যাচ কার্ড মিলিয়ে কোন ছয় জনকে দলে রাখা হবে সেই তালিকা ইতিমধ্যে করে ফেলেছে গত বছরের চ্যাম্পিয়ন কেকেআর। 

শাহরুখ খান, জুহি চাওলাদের ফ্র্যাঞ্চাইজির তালিকায় জায়গা পেয়েছেন যারা, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছেন শ্রেয়াস আইয়ার। কেকেআর ২০২৪ সালে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আর দলকে চ্যাম্পিয়ন করেছে মেন্টর গম্ভীর ও ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার জুটি। জল্পনা ছিল, আগামী আইপিএলে কলকাতার ক্যাপ্টেন করা হতে পারে রোহিত শর্মা কিংবা সূর্যকুমার যাদবকে। তবে, পরে জানা যায়, অধিনায়ক হিসেবে শ্রেয়াসকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এছাড়াও রিটেনশনের তালিকায় রয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। এই তিনজন ছাড়াও কলকাতায় রিঙ্কু সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং ফিল সল্টের জায়গা পাকা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু নিয়ম অনুযায়ী, মোট ছয় জনকে দলে রাখা সম্ভব। সেক্ষেত্রে অনেকেই মনে করছেন নিলাম থেকে তুলে নেওয়া হতে পারে সল্টকে।

আর আইপিএলের ১৮ তম বর্ষে কলকাতা থেকে বাদ পড়তে পারেন পাঁচ ক্রিকেটার। প্রথমেই বাদ পড়তে পারেন চলতি আইপিএলে ছন্দে না থাকা অজি পেসার মিচেল স্টার্ক। ২০২৪ আইপিএলে দল তাঁর জন্য ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছিল। প্রথম দিকে ছন্দে না থাকলেও পরের দিকে যথেষ্ট নজর কাড়েন তিনি। কিন্তু বিপুল ব্যায়ের কথা ভেবে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে খবর। 

এছাড়াও কলকাতা ছেড়ে দিতে পারে তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী আর পঞ্জাবের মিডল অর্ডার ব্যাটার রমনদীপ সিংকে। বাদের তালিকায় নাম রয়েছে  বৈভব অরোরার। বাদ পড়তে পারেন রহমানউল্লাহ গুরবাজও। তবে, এক্ষেত্রে রিটেনশনের তালিকা থেকে বাদ পড়লেও, টিম ম্যানেজমেন্ট চাইলে তাঁদের নিলাম থেকে দলে নেওয়া সম্ভব। 

আসলে, আগামী আইপিএলের আগে বেশ কিছু নিয়মের বদল করেছে বিসিসিআই। এই নয়া নিয়ম অনুযায়ী, বোর্ড আইপিএলের টিমগুলিকে পাঁচ জন করে ক্রিকেটারকে দলে রাখার অনুমতি দিচ্ছে। আর একজন প্লেয়ারের ক্ষেত্রে রাইট টু ম্যাচ কার্ড অর্থাৎ আরটিএম ব্যবহার করা যাবে। অর্থাৎ মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি ৬০ জন ক্রিকেটারকে রাখতে পারবে দলে। আর বাকিদের দলে নিতে হবে নিলামের মাধ্যমে।  

KKR

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও