হোলি উদযাপনে মাতলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মহিলা দলের ক্রিকেট তারকারা। WPL 2023 এর শুরুটা খুব ভালো হয়নি RCB এর। পরপর দুটি ম্যাচ হেরেছে তারা৷ এই মুহূর্তে তাদের টিকে থাকার জন্য আরও কঠিন লড়াই করতে হবে। তার মাঝেই রঙের উৎসবে মাতলেন ক্যাপ্টেন স্মৃতি মান্দানা থেকে শুরু করে রিচা ঘোষ, সোফি ডিভাইন, এলিস পেরিরা। মুম্বইতে উদযাপনে মেতেছিলেন RCB এর মহিলা ক্রিকেটাররা। সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এদিকে মহিলা প্রিমিয়ার লিগ 2023-এর প্রাথমিক মরসুমে এলিস পেরি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন৷ সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পেরি মাত্র ১.২ ওভারে ১৮ রান করে রানআউট হন। এখনও পর্যন্ত একটিও জয় না মেলায় WPL এ চাপে রয়েছে RCB।